পীরগঞ্জে নবনিযুক্ত ইউএনও কর্তৃক গ্রাম পুলিশের করোনা বিষয়ক সচেনতাসহ ইউনিফর্ম বিতরন । 337 0
পীরগঞ্জে নবনিযুক্ত ইউএনও কর্তৃক গ্রাম পুলিশের করোনা বিষয়ক সচেনতাসহ ইউনিফর্ম বিতরন ।
পীরগঞ্জ, রংপুর থেকে
রংপুরের পীরগঞ্জে গত বুধবার সকাল ১০টায় নবনিযুক্ত ইউএনও মেসবাহুল হোসেন কর্তৃক গ্রাম পুলিশদের করোনা বিষয়ক গুরুত্বপুর্ন বিভিন্ন দিক নির্দেশনাসহ গ্রাম পুলিশদের ইউনিফর্ম বিতরন।
প্রকাশ, পীরগঞ্জের ইউএনও টিএমএ মোমিন অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়ে লালমনির হাট জেলায় বদলি হওয়ায় গত মঙ্গলবার নবাগত ইউএনও মেসবাহুল হোসেন পীরগঞ্জে যোগদান করে। এর আগে তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রায় ২ বছর কর্মরত ছিলেন।
নবাগত ইউএনও এর গত মঙ্গলবার ১ম কর্মদিবসের শুরুর পুর্বে উপজেলার লালদিঘি ফতেপুরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রায়াত স্বামী বিশিষ্ঠ পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারতসহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে ১ম কর্মদিবসের দাপ্তরিক কাজের সূচনা করে। অপরদিকে নানা শ্রেনীপেশার মানুষসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী গনও নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করে নেন। এ আফিসার ১ম কর্মদিবসে উপজেলা সংশ্লিষ্ঠ কর্মকর্তা সরকারের আরোপিত বিভিন্ন দায়িত্ব, কর্তব্যে, প্রজ্ঞাপন ও জন-সাধারনের সেবামুলক কর্মকান্ড প্রতি ফলন এবং বাস্তবায়নে সংশ্লিষ্ঠ সকল কর্মকর্তা ও কর্মচারিদের একান্ত সহযোগিতা কামনা করেন।
কর্মদিবসের ২য়দিনে ইউএনও মেসবাহুল হোসেন সকাল ১০টায় উপজেলার ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশদের করোনা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা ও তাদের ইউনিফর্ম সহ নানা উপকরন বিতরন পুর্বক দাপ্তরিক কর্ম শুরু করেন।